শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

রাজনীতির নামে ধান্দা এখন জঘন্যই শুধু নয়, হাস্যকরও : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংসদ সদস্য শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) বলেছেন রাজনীতির নামে ধান্দাগিরি এখন জঘন্য রূপ নিয়েছে। জঘন্যই শুধু নয়, ধান্দাবাজদের কাজকর্মও হাস্যকর। এরা কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানায় আর আয়কর ফরমে লিখে ‘১০ লাখ টাকাও নগদ নেই।’ শামীম ওসমান গতকাল সরকারি তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। তিনি একদা এই কলেজেরই শিক্ষার্থী ছিলেন। অধ্যক্ষ বেলা রানী সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ শাখার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রনেতা হাবিবুর রহমান রিয়াদ।

শামীম ওসমান বলেন, রাজনীতির নাম ভাঙিয়ে যারা অনাচার করছে। অবৈধ সম্পদ গড়ছে সমাজে তাদের আস্ফালন দেখে ‘দুদক’ নামে কোনো বস্তু আছে কি না মাঝেমধ্যে সন্দেহ হয়।

৩০ বছর আগে আন্দোলনে নিজের ও সমমনাদের অংশগ্রহণের সময়কার বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়ে শামীম ওসমান বলেন, স্বৈর সরকারের ১৯ জন মন্ত্রীকে আমরা নারায়ণগঞ্জে ঢুকতে দেইনি। সেদিনের শাসকরা এখানে ৮৫ জন নেতাকে হত্যা করেছিল। যে অশুভ শক্তিকে আমরা রুখেছিলাম তাদেরই একটা প্রজন্ম (২০০১ সালের) ১৬ জুন চাষাঢ়ায় বোমা মেরে আমাদের ২০ জন বন্ধুকে নিশ্চিহ্ন করে দেয়।

‘কেন আমরা স্বৈরশক্তির যাত্রা রুদ্ধ করার জন্য বুলেটের সামনে বুক পেতে দিলাম?’ প্রশ্ন করেন শামীম ওসমান, ‘সবই করেছি আগামী প্রজন্মের মানে আপনাদের (ছাত্রদের) সুন্দর ভবিষ্যতের পথ সুগম করার জন্য। তাই, আজকের দিনে আমার প্রত্যাশা চলতি প্রজন্মের শিক্ষার্থীরাও আমাদের মতো নিঃস্বার্থভাবে উত্তরসূরিদের কল্যাণে নিবেদিত হবেন।’

সর্বশেষ খবর