শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাংলাদেশ-যুক্তরাজ্য প্রতিরক্ষা সংলাপ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দুই দিনব্যাপী প্রতিরক্ষা সংলাপ ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে গতকাল শেষ হয়েছে। আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনালের হুসেইন মুহাম্মদ মসিহুর রহমানের নেতৃত্বে ২৪ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দল প্রতিরক্ষা সংলাপে অংশ নেয়। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহাবুবুর রশিদ অতিথি হিসেবে সংলাপে অংশ নেন। অন্যদিকে যুক্তরাজ্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা প্রধান মিজ ট্রিশ উইলসনের নেতৃত্বে সেদেশের পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রতিরক্ষা সংলাপে অংশ নেয়। এ সময় ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন। এই সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আমাদের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা কার্যক্রম ইত্যাদি এবং প্রশিক্ষণের ক্ষেত্রে প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মোতায়েন, কর্মশালা ইত্যাদি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার বিষয়টি ত্বরান্বিত করবে।

সর্বশেষ খবর