শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

রিকশায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মূত্রনালি সমস্যায় ভুগছিল পাঁচ বছর বয়সী শিশু অভিমনু দাস মন্নু। বুধবার সন্ধ্যার পরপরই তাকে ডাক্তার দেখাতে রাজধানীর দয়াগঞ্জের ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান মা সুমা দাস ও বাবা বিনয় দাস খাসকেল। ডাক্তার দেখিয়ে সেখান থেকে রিকশাযোগে ধোলাইপাড় বাসায় ফিরছিলেন। তাদের রিকশাটি মীরহাজীরবাগ পৌঁছাতেই পেছন থেকে আরেকটি রিকশা ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মায়ের কোলে থাকা পুত্র সন্তান মন্নু। এ সময় আরেকটি রিকশা শিশুটির গায়ের উপর উঠিয়ে দেয়। ততক্ষণাৎ আহতাবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার রাতে বাবা-মায়ের চোখের সামনেই ঘটে এমন মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রাতেই অজ্ঞাতনামা রিকশা চালকের বিরুদ্ধে মামলা করেছেন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ ঘটনায় জড়িত রিকশা চালককে শনাক্ত ও গ্রেফতার করতে পারেনি। শিশুটির বাবা বিনয় দাস খাসকেল জানান, তাদের বাড়ি পটুয়াখালীর বাউফলে। স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে ধোলাইপাড় থাকেন। দুই সন্তানের মধ্যে মন্নু ছিল ছোট। বড় কন্যা। ছেলেকে ডাক্তার দেখিয়ে বুধবার রাত ৯টার দিকে রিকশাযোগে ধোলাইপাড় বাসায় ফিরছিলাম। একমাত্র ছেলেকে হারিয়ে হাসপাতালে আহাজারি করেন শিশুটির মা সুমা দাস। তাকে সামাল দিতে হিমশিম খান স্বজনরা। ছেলের শোকে বার বার মূর্ছা যান তিনি।

 বার বার বলেন- আমার মন্নুরে এনে দাও, আমি ওরে ছাড়া কিভাবে বাঁচব। এভাবে চোখের সামনেই আমার ছেলেরে কেড়ে নিলা ভগবান।

সর্বশেষ খবর