শনিবার, ৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হিমশিম খাচ্ছে মানুষ। এভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি চলতে থাকলে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। স্বল্প মূল্যে নিত্যপণ্য কিনতে টিসিবির গাড়ির সামনে লাইন দিন দিন দীর্ঘ হচ্ছে। গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। জি এম কাদের আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের সময় প্রতি কেজি চালের দাম ছিল ৮ থেকে ১০ টাকা। গত ৩১ বছরে চালের দাম বেড়ে এখন ৫০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সয়াবিন তেল ২০ থেকে ২৫ টাকা লিটার বিক্রি হয়েছে এখন তা ২১০ টাকা দামে বিক্রি হচ্ছে। ৭ থেকে ১০ টাকা লিটার থেকে এখন ৯০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি লিটার পেট্রোল। তিনি বলেন, রান্নার জন্য পাইপলাইনের গ্যাসের বর্তমান মূল্য ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ২১০০ টাকা করতে প্রস্তাব করা হয়েছে। বিদ্যুতের দাম ৬৬ থেকে ৭৯ শতাংশ বাড়াতে প্রস্তাব করা হয়েছে। একইভাবে পানির দাম ২০ ভাগ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এগুলো কার্যকর হলে এর প্রভাবে সব ধরনের দ্রব্য ও সেবার মূল্য আরেক দফা বৃদ্ধি পাবে।

ওলামা পার্টির কমিটি : জাতীয় ওলামা পার্টির বর্তমান কমিটি ভেঙে দিয়ে ড. মুহম্মাদ ইরফান বিন তোরাব আলীকে আহ্বায়ক, মাওলানা এস এম আল জুবায়েরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। নতুন কমিটিতে দলের প্রেসিডিয়াম সদস্য কারি হাবিবুল্লাহ বেলালী ও মুফতি ইমাদ উদ্দিনকে উপদেষ্টা এবং মাওলানা খলিলুর রহমান সিদ্দিকীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর