শিরোনাম
শনিবার, ৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় সবকিছু করা হবে : পর্যটন প্রতিমন্ত্রী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় সবকিছু করা হবে। এখানে প্রকৃতিকে বাঁচিয়ে বিদেশি পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে। এতে দ্বীপবাসীর জীবনমান বদলে যাবে। প্রতিটি উন্নয়নের সঙ্গে স্থানীয়দের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে। সবচেয়ে কষ্টের বিষয়, প্রবাল দ্বীপের প্রকৃতি এখন ধ্বংসের পথে। দ্বীপ নিয়ে ১৩ দফা সুপরিশ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। গতকাল কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ ব্যবস্থাপনা ও সমন্বয় কেন্দ্রে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদের সভাপত্বিতে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট বোর্ডের জাবেদ আহমেদ, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর