রবিবার, ৬ মার্চ, ২০২২ ০০:০০ টা

বেতন বৈষম্য নিরসনসহ পাঁচ দাবি সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

বেতন বৈষম্য নিরসনসহ ৫ দফা দাবি জানিয়েছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল রাজধানীর সেগুনবাগিচা কচি-কাঁচার মেলা মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশে পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এই দাবি জানান। তিনি অবিলম্বে বৈষম্য নিরসনে ১০ ধাপে বেতন নির্ধারণ, নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তনের দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশে সারা দেশের প্রতিনিধিরা অংশ নেন। পরে সৈয়দ সারোয়ার হোসেন সভাপতি ও নোমানুজ্জামান আল আজাদকে মহাসচিব করে ১৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নোমানুজ্জামান বলেন, দাবি বাস্তবায়নে পদক্ষেপ না নেওয়া হলে ১৪ লাখ গণকর্মচারীর পক্ষে আগামী ২৮ মার্চ সকাল ১১ টায় ঢাকাসহ দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর