মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে অয়েল মিলকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন অভয়মিত্র ঘাট এলাকার সারদা অয়েল মিল কারখানার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায়  ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অভিযানে এ জরিমানা করা হয়। তাছাড়া, আরেক অভিযানে কর্ণফুলী মার্কেটের ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া দেওয়ানহাট ওভারব্রিজের নিচের রাস্তা দখল করে বাঁশ বিক্রি এবং পোস্তারপাড় এলাকায় রাস্তার উপর টায়ার রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চার ব্যক্তির কাছ থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, কারখানার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর