মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

সংলাপে বসবে নতুন ইসি

শুরু হবে সুশীল সমাজ প্রতিনিধিদের নিয়ে

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে বসবে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহের শুরুতেই এই সংলাপ শুরু হতে পারে। এ জন্য আমন্ত্রণপত্র পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে, আগামী ১৩ মার্চ সুশীল সমাজ বা শিক্ষাবিদদের প্রতিনিধি নিয়ে এই সংলাপ শুরু হতে পারে। পর্যায়ক্রমে ধাপে ধাপে রাজনৈতিক দল, নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে অনুষ্ঠিত হবে এই সংলাপ পর্ব। একজন ইসির যুগ্ম-সচিব বলেন, সংলাপের বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। দায়িত্ব গ্রহণ করার পর ট্রেডিশনালি বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে বসেন ইসি। ২০০৮ সালে ইসির নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হয়, পরে এটিএম শামসুল হুদা কমিশন মেয়াদকালে দুবার সংলাপে বসেছিলেন। এছাড়া কাজী রকিবউদ্দীন আহমেদ কমিশনের সময়ও সংলাপ হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর