শিরোনাম
শনিবার, ১২ মার্চ, ২০২২ ০০:০০ টা

শেরপুর সীমান্তে তিন যুবককে আটক করেছে বিএসএফ

শেরপুর প্রতিনিধি

ভারতের মেঘালয়ে প্রবেশের দায়ে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা পানিহাতা ও হালুয়াঘাট উপজেলার বানাইচিরিঙ্গিপাড়া এলাকা দিয়ে ভারতের মেঘালয়ের চেরেংপাড়া এলাকায় প্রবেশের পর তাদের আটক করা হয়। আটকদের স্থানীয় তুরা জেলার তেলিখালি থানায় সোপর্দ করেছে বিএসএফ।

আটককৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসি গ্রামের হযরত আলীর ছেলে রুবেল, হালুয়াঘাট উপজেলার জামগড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে বোরহান ও বানাই চিরিঙ্গিপাড়ার লতিফের ছেলে আমিনুল। তাদের সবার বয়স  ত্রিশের নিচে। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ দুই দেশের একটি চক্র ওই সীমান্ত দিয়ে গরু আদান-প্রদান করে থাকে।

এর ধারাবাহিকতায় গতকাল ভোরে ওই তিন যুবক গরু আনতে বাংলাদেশ থেকে ভারতের মেঘালয়ে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

নাকুগাঁও হাতিপাগা বিজিবির সুবেদার হেলাল উদ্দিন বলেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তিন যুবকের আটক করার বিষয়টি নিশ্চিত করেছে বিএসএফ। আটকদের নাম ঠিকানা পাওয়া যায়নি। 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর