শনিবার, ১২ মার্চ, ২০২২ ০০:০০ টা

পশ্চিম রেলে কোচ সংকট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঈশ্বরদী থেকে রাজশাহী হয়ে রহনপুর রেল রুটে চলাচল করে কমিউটার ট্রেন। ১০টি বগি বা কোচ নিয়ে ট্রেনটির যাত্রা শুরু হলেও বর্তমানে ছয়টি কোচ নিয়ে চলাচল করছে। প্রত্যেক বগিতে উপচে পড়া ভিড়। রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর সিল্ক সিটি, বনলতাসহ চারটি ট্রেনে শুরুতে ১৫টি করে কোচ ছিল। বর্তমানে কোচের সংখ্যা কমেছে তিনটি করে। সাগরদাঁড়ি ট্রেনে ১১টির স্থানে আটটি, তিতুমীর ট্রেনে ১৩টির স্থানে নয়টি, মধুমতি, কপোতাক্ষ, বাংলাবান্ধা, টুঙ্গিপাড়া, ঢালারচর ও উত্তরাসহ প্রায় সব রুটে ট্রেন চলাচল করছে নির্ধারিত সংখ্যার চেয়ে কম বগি নিয়ে। এসব ট্রেনের অধিকাংশ কোচ সংস্কারের জন্য পাঠানো হয়েছে সৈয়দপুর ওয়ার্কশপে। সংস্কারের জন্য পাঠানোর পর সেই কোচ ফিরতে মাসের পর মাস কেটে যায়। পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলীর দফতর সূত্র জানায়, নতুন ট্রেন চালু হলেও নতুন কোচ আমদানি না করা, কারখানার সক্ষমতা না থাকায় মেয়াদোত্তীর্ণ কোচগুলো সময়মতো মেরামত না করার কারণে কোচ সংকটে পড়েছে পশ্চিমাঞ্চল রেল। এ সংকট সহসা লাঘব হওয়ারও কোনো লক্ষণ নেই। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, নিয়ম অনুযায়ী ২০ ভাগ বগি হাতে থাকার কথা। কিন্তু সেটি নেই। আবার যেগুলো মেরামত করতে পাঠানো হচ্ছে, সেগুলো সময়মতো পাওয়া যাচ্ছে না। ফলে কিছুটা সংকট আছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর