মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) গত চার বছর পাঁচ অভিনব উদ্যোগ বাস্তবায়ন করেছে। এগুলোর পেছনে লাখ লাখ টাকা খরচও করেছে তারা। কিন্তু কোনোটির সুফল মেলেনি। এদিকে মশা নিধন কাজে গত চার বছরে ১৫৪ কোটি টাকা খরচ করেছে সংস্থা দুটি। এতেও মশা থেকে নগরবাসীকে মুক্তি দিতে পারেনি দুই সিটি করপোরেশন। এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক…