সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

নড়াইলের বিলে এখনো অতিথি পাখি

সাজ্জাদ হোসেন, নড়াইল

নড়াইলের বিলে এখনো অতিথি পাখি

নড়াইলের বাঁশগ্রাম-বগুড়া-গোপালপুর বিলে খাবারের পর্যাপ্ত উৎস থাকায় এবার চলতি বসন্তেও অতিথি পাখিগুলো রয়ে গেছে। শীতের শুরুতে প্রতি বছরের মতো এবারও অতিথি পাখির আগমন ছিল প্রকৃতির স্বাভাবিক নিয়মে। কিন্তু শীত শেষ হলেও অতিথি পাখিরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে এই বিলে। বসন্তে প্রকৃতির রূপ আরও ফুটিয়ে তুলেছে নানা বর্ণের পাখির ঝাঁক। সকাল-বিকাল এদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে বিল সংলগ্ন এলাকা।  নাম না জানা, নানা বর্ণ আর আকারের পাখিগুলো সূর্য ওঠার আগে আসে বিল এলাকায়। রাতের নিস্তব্ধ বিল কিচিরমিচির ধ্বনিতে মুখর করে তোলে তারা। আবার গোধূলি শেষে সূর্য যখন ডুবুডুবু, তখন মাথার ওপর দিয়ে ঝাঁকে ঝাঁকে ওড়ে এসব পাখি। বিশাল জলাশয় প্রাণবন্ত হয়ে ওঠে এদের কলকাকলিতে। উড়ে গিয়ে বসে বিল এলাকার শত শত ঘেরের পাড়ের বিভিন্ন গাছের ডালপালায়। রাতে অধিকাংশ পাখি স্থান নেয় এখানেই। সৌন্দর্য উপভোগ করতে দুবেলা বিল এলাকায় দর্শনার্থীদের ভিড় দেখা যায়।

এদিকে বিল এলাকায় চোরা শিকারিরা অবাধে পাখি শিকার করছেন। এসব পাখি শহর ও গ্রামের হাটবাজারসহ বিভিন্ন স্থানে গোপনে বিক্রি হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের বিশেষ নজরদারি নেই। বিল সংলগ্ন গোপালপুর গ্রামের বাসিন্দা লিয়াকত শেখ বলেন, ‘অতিথি পাখির কলতানে মুখরিত হয়ে উঠেছে এই বিল। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘বিলের জলাবদ্ধতার কারণে কিনা সেটা আমার জানা নেই। তবে এবার শীতের স্থায়িত্ব বেড়ে যাওয়ায় এখনো পাখিগুলো এখানে অবস্থান করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর