সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

বাম জোটের হরতাল সফল করতে বরিশালে বাসদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাম জোটের হরতাল সফল করতে বরিশালে বাসদের বিক্ষোভ

বাম জোটের ২৮ মার্চের অর্ধ দিবস হরতাল সফল করতে বরিশালে বাসদের বিক্ষোভ মিছিল -বাংলাদেশ প্রতিদিন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদানসহ বিভিন্ন দাবিতে আগামী ২৮ মার্চ বাম জোটের অর্ধদিবস হরতাল সফল করার লক্ষ্যে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে বাসদ। সংগঠনের জেলা কমিটির ব্যানারে গতকাল সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের বিবির পুকুরপাড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।  জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক ফ্রন্টের সহসভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আবদুল মানিক হাওলাদার, জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, নজরুল ইসলাম খান এবং মহানগর ছাত্র ফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার প্রমুখ। সমাবেশে বক্তারা নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জনগণের দুর্দশা থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ারও আহ্বান জানান।

 নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ অর্ধদিবস হরতাল সফল করাসহ ১৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বাসদ ঘোষিত দাবিপক্ষ পালন করার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা। সমাবেশ শেষে বাসদের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর