সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

কীর্তনখোলায় ট্রলারডুবি প্রাণে বেঁচেছেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কীর্তনখোলায় ট্রলারডুবি প্রাণে বেঁচেছেন যাত্রীরা

কীর্তনখোলা নদীতে দ্রুতগামী নৌযানের ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবি। সাঁতরে তীরে ওঠার চেষ্টা করছেন ট্রলারে থাকা যাত্রীরা -বাংলাদেশ প্রতিদিন

বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। দ্রুতগামী নৌযান এমভি গ্রিনলাইন-৩ এর ঢেউয়ের তোড়ে ডুবে যায় ট্রলারটি। তবে এতে কোনো হতাহত কিংবা নিখোঁজের খবর পাওয়া যায়নি। গতকাল দুপুর ২টার দিকে নগরীর পলাশপুরের মোহাম্মদপুর সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটি বরিশাল নদীবন্দরে যাওয়ার পথে প্রচ- ঢেউয়ের কবলে পড়ে। এর তোড়ে এটি ডুবে যায়। পরে আশপাশের বিভিন্ন ট্রলার দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধারে নামে। তবে যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।  বরিশাল নৌ-পুলিশের ওসি হাসনাত জামান জানান, কোনো হতাহত কিংবা নিখোঁজের অভিযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে গ্রিনলাইনের স্থানীয় বুকিং কাউন্টার নম্বরে ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর