সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

বরিশালে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগান নিয়ে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-২০২২ এর দুই দিনব্যাপী বরিশাল বিভাগীয় উৎসব শুরু হয়েছে। চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

এ সময় ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান তৌফিক আহম্মদ, চিলড্রেনস ফিল্ম সোসাইটি বরিশাল আহ্বায়ক তনিমা রহমান খান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল শুরু হওয়া উৎসব আজ শেষ হবে। দুই দিনব্যাপী উৎসবে সকাল ১১ টা, দুপুর ২টা, বিকাল ৪ টা ও সন্ধ্যা ৬ টায় মোট ৪ টি প্রদর্শনীতে ৯টি শিশুতোষ চলচ্চিত্র দেখানো হচ্ছে। চলচ্চিত্র সবার জন্য উন্মুক্ত রয়েছে।

শিশু সংগঠকরা জানান, প্রথমবারের মতো দেশের ৮ বিভাগীয় শহরে উৎসবটির আয়োজন করা হচ্ছে। এর আগে বরিশালে সব শেষ ২০১৪ সালে আন্তর্জাতিক শিশু চলচিত্র উৎসবের বরিশাল বিভাগীয় উৎসবের আয়োজন হয়েছিল। দীর্ঘ ৮ বছর পর বরিশাল বিভাগীয় উৎসবের আয়োজন করায় খুশি শিশু-কিশোররা।

এই আয়োজন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে সহায়ক হবে বলে জানিয়েছেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ বরিশালের আহ্বায়ক তনিমা রহমান খান। সাংস্কৃতিক কর্মকান্ড বেগবান করতে আগামীতেও এই আয়োজনে সহায়তা অব্যাহত রাখার কথা বলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর