রবিবার, ২০ মার্চ, ২০২২ ০০:০০ টা

এইচ এম এরশাদের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন আজ। এ উপলক্ষে জাপার পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ১৯৩০ সালের ২০ মার্চ ভারতের কোচবিহারের দিনহাটায় জন্মগ্রহণ করেন তিনি। এবারের জন্মদিনে জাপার গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে পল্লীবন্ধু পদক প্রদান। কেক কাটা এবং মিলাদ ও দোয়া মাহফিল। সন্ধ্যা সাড়ে ৬টায় সোনারগাঁও হোটেলে পদক প্রদান করা হবে।

আটটি ক্যাটাগরিতে এ পদক দেওয়া হবে। এগুলো হচ্ছে- স্বাস্থ্য, সাহিত্য, ক্রীড়া, সংগীত, শিক্ষা, কৃষি, সাংবাদিকতা, শিল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।

১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ’৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ’৭৫ সালের ২৪ আগস্ট ভারতে প্রশিক্ষণরত অবস্থায় তিনি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান। পরে তিনি সেনাপ্রধান হন। এরপর রাষ্ট্রপতি হয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর