সোমবার, ২১ মার্চ, ২০২২ ০০:০০ টা

গ্রাহকরা এখন তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন

----- সোনালী ব্যাংক চেয়ারম্যান

নওগাঁ প্রতিনিধি

গ্রাহকরা এখন তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন

সোনালী ব্যাংকের আড়াই কোটি গ্রাহক এখন তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন এবং বিকাশ থেকে সোনালী ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন। ফলে গ্রাহক ব্যাংকিং সময়সীমার মধ্যে নির্ধারিত শাখায় গিয়ে লেনদেনের বাধ্যবাধকতা এড়িয়ে প্রয়োজন অনুযায়ী যে কোনো স্থান থেকে দিন-রাত ২৪ ঘণ্টা লেনদেন করার অবাধ স্বাধীনতা পেলেন। গতকাল সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সোনালী ব্যাংক লিমিটেডের সঙ্গে নওগাঁর ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এ কথা বলেন।  নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিহাব রায়হান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান। এ ছাড়াও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার সুবাস চন্দ্র দাস, রাজশাহী কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহাদাত হোসেন, মোস্তফা আলী সিদ্দিকী, সোনালী ব্যাংক নওগাঁ প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আহসান রেজা, রাজশাহী অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোরশেদ ইমাম, প্রধান কার্যালয়ের এজিএম জহিরুল ইসলাম, আল মামুন, নওগাঁ শাখার ম্যানেজার হাফিজার রহমানসহ জেলার ১০০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। পরে নওগাঁ জিলা স্কুলে “স্কুল ব্যাংকিং ডে” উদযাপন করে শিক্ষার্থীদের হিসাব খোলা হয়।

সর্বশেষ খবর