বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

হঠাৎ বাড়ছে ডায়রিয়া আক্রান্ত

রেকর্ডসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

দেশে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। আক্রান্তের হার রাজধানীতে সবচেয়ে বেশি। আবহাওয়ার পরিবর্তন, অত্যধিক গরম, অপরিচ্ছন্ন খোলা খাবার গ্রহণ এবং দূষিত পানীয় পান করাই হঠাৎ ডায়রিয়া বাড়ার অন্যতম কারণ মনে করছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী গত ছয় দিনে রাজধানীর মহাখালীতে অবস্থিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) ডায়রিয়ার সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৮০ জন। রোগীর এ সংখ্যা এর আগে যে কোনো সময়ের তুলনায় রেকর্ড। আইসিডিডিআরবির চিকিৎসকরা বলছেন, ভর্তি রোগীর ২৩ শতাংশই কলেরায় আক্রান্ত। ডায়রিয়ায় আক্রান্তের মধ্যে সিভিয়ার রোগীও রয়েছেন। আইসিডিডিআরবি-সূত্রে জানা গেছে, ১৬ মার্চ হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি ছিলেন ১ হাজার ৫৭ জন। এরপর যথাক্রমে ১৭ মার্চ ১ হাজার ১৪১ জন, ১৮ মার্চ ১ হাজার ১৭৪, ১৯ মার্চ ১ হাজার ১৩৫, ২০ মার্চ ১ হাজার ১৫৭ এবং ২১ মার্চ ১ হাজার ২১৬ জন ভর্তি হন। ২০০৭ ও ২০১৮-এর পর এবারই এত রোগী ভর্তি হলেন। অর্থাৎ গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই দেশে ডায়রিয়ার ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে। আইসিডিডিআরবি

হাসপাতালপ্রধান ডা. বাহারুল আলম বলেন, ‘প্রতি বছরই শুষ্ক মৌসুমে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। তবে এবার সময়ের কিছুটা আগেই রোগী আসতে শুরু করেছে। এ ক্ষেত্রে রোগের জীবাণুর ধরন পরিবর্তন হয়ে থাকতে পারে। তবে তা গবেষণা না করে বা নিশ্চিত না হয়ে বলা সম্ভব নয়। এবারের রোগীর মধ্যে সিভিয়ার ডায়রিয়া ও কলেরা আক্রান্তও পাওয়া যাচ্ছে। কলেরায় আক্রান্তের সংখ্যা বিগত সময়ের তুলনায় অনেক বেশি, যা মোট আক্রান্তের ২৩ শতাংশ।’

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘আমরা দেশের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখেছি ডায়রিয়া রোগীর সংখ্যা ঢাকায় বেশি। ইতোমধ্যে মৌসুম শুরুর আগেই কলেরা শনাক্তকরণ কিট, পর্যাপ্ত খাবার স্যালাইনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়সহ সব স্বাস্থ্যপ্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হয়েছে, এবার ডায়রিয়ার প্রকোপ বাড়তে পারে। সবাই যেন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর