বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

আইজিপি সহধর্মিণীর সহযোগিতায় চাকরি পেলেন প্রতিবন্ধী শাহিদা

নিজস্ব প্রতিবেদক, যশোর

আইজিপি ড. বেনজীর আহমেদের সহধর্মিণী, পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির সভাপতি জিসান মির্জার সহযোগিতায় চাকরি পেলেন যশোরের ঝিকরগাছা উপজেলার প্রতিবন্ধী শাহিদা খাতুন। এখন থেকে তিনি আকিজ গ্রুপের এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল দুপুরে ঝিকরগাছার শিমুলিয়া গ্রামে শাহিদার বাড়ি গিয়ে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন আইজিপির সহধর্মিণী। দুই পা ও ডান হাতবিহীন শাহিদা খাতুন অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে ২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাস করলেও চাকরি না পেয়ে বেকার-জীবন যাপন করছিলেন। এখন চাকরি পাওয়ায় শাহিদার সঙ্গে খুশি তার বাবা-মা। শাহিদা বলেন, প্রতিবন্ধী হওয়ায় কোথাও চাকরি হচ্ছিল না। ক্রমেই হতাশ হয়ে পড়ছিলাম। পুনাক সভাপতির কল্যাণে চাকরি পেয়ে আমি অত্যন্ত খুশি।

এখন আমার বাবা-মাকে সহযোগিতা করতে পারব’। শাহিদার বাবা রফিউদ্দীন বলেন, ‘পুনাক সভাপতি আমার মেয়ের চাকরির জন্য যে ভূমিকা রেখেছেন তা কখনো ভুলব না। তবে আমার মেয়ের ইচ্ছা ছিল সরকারি চাকরি করার। তার সে স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা পাব বলে প্রত্যাশা করছি।’

পুনাক সভাপতি জিসান মির্জা বলেন, ‘হার না মানা শাহিদার খবর মিডিয়ার মাধ্যমে জেনে তার ব্যাপারে খোঁজখবর নিই। তার ইচ্ছাশক্তি ও অন্যদের শিক্ষার আলোয় আলোকিত করার যে প্রচেষ্টা তা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা সব সময় মানুষের কল্যাণে কাজ করি। শাহিদার জন্য কিছু করতে পারায় আমরা খুশি।’

পুনাক সভানেত্রী শিমুলিয়ায় শাহিদা আক্তার পরিচালিত শিমুলিয়া বিশেষ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান এবং তাদের নতুন পোশাক ও খাবার উপহার দেন। এ সময় তাঁর সঙ্গে পুনাকের খুলনা বিভাগীয় সভাপতি ডা. ফাতিমা জেসমিন ও আকিজ গ্রুপের হেড অব অ্যাডমিন আলী সাহাব উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর