বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

পাট গবেষণায় ঢাবি ও জনতা জুট মিলের মধ্যে সমঝোতা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পাট চাষ ও পাটের আঁশ উন্নয়নে প্রযুক্তি ব্যবহারে উন্নত গবেষণার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং জনতা জুট মিলস লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল ঢাবি উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইয়ারুল কবীর এবং জনতা জুট মিলস লিমিটেডের এমডি শেখ বশির উদ্দিন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান এবং অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর