শনিবার, ২৬ মার্চ, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে পুকুর খনন থামছেই না

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ফসলি জমি ধ্বংস করে পুকুর খননের মহোৎসব থামছেই না। জেলার প্রতিটি উপজেলায় খনন করা হচ্ছে অপরিকল্পিত পুকুর। অসংখ্য পুকুর খননে জেলায় কমেছে খাদ্য উৎপাদন, হুমকিতে পড়েছে পরিবেশ। গত পাঁচ বছরে বাণিজ্যিক মাছের খামার বেড়েছে বহু গুণ। কমেছে চারণভূমি, সংকট বেড়েছে পশু খাদ্যের। কৃষিজমি কমেছে প্রায় হাজার হেক্টর (প্রায় ৭৫ হাজার বিঘা)। বর্ষায় জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। জেলা কৃষি দফতর বলছে, বাণিজ্যিকভাবে এসব পুকুর খনন হয়েছে আবাদি জমিতেই। অপরিকল্পিতভাবে পুকুর খননে জলাবদ্ধতায় প্রতি বছরই ব্যাপক ফসলহানি হচ্ছে। পরিবেশের ওপর বাড়ছে চাপ। রাজশাহীতে আবাদযোগ্য জমির একটি বড় অংশ চলে গেছে বাণিজ্যিক পুকুর খননে। সংশ্লিষ্টরা বলছেন, শ্রেণি পরিবর্তন করে আবাদযোগ্য জমিতে পুকুর খননের সুযোগ নেই। তারপরও কৌশলে পুকুর খনন করা হচ্ছে। স্থানীয় অধিবাসী মাসুম আল রশীদ জানান, যথাযথ আইনি পদক্ষেপের অভাবে প্রতি বছর দারুশা এলাকার বড়বিলসহ আশপাশের বিলে অসংখ্য অবৈধ পুকুর খনন হচ্ছে। জেলা প্রশাসক আবদুল জলিল জানান, যারা অবৈধভাবে পুকুর খনন করছেন, তাদের বিরুদ্ধে সব সময় অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ খবর