শনিবার, ২৬ মার্চ, ২০২২ ০০:০০ টা

বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পুরস্কার তুলে দেওয়া হলো প্রধানমন্ত্রীর হাতে

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ বিভাগের পাওয়া স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় এ পুরস্কার পেয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। পরে প্রতিমন্ত্রী পুরস্কারের মেডেল ও সনদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বিদ্যুৎ, খনিজসম্পদ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এই গৌরবদীপ্ত অর্জনের রূপকার তিনিই। এ অর্জনের স্মারক তাই তারই প্রাপ্য।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার তাঁর তেজগাঁস্থ কার্যালয়ের শাপলা হলে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রদান করেন।

সর্বশেষ খবর