শিরোনাম
শনিবার, ২৬ মার্চ, ২০২২ ০০:০০ টা

কারিগরি শিক্ষার প্রসার হলেই দেশ এগিয়ে যাবে : শিক্ষামন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষার প্রসার হলেই দেশ এগিয়ে যাবে। গতকাল মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রূপালী ব্যাংকের ডিজিএম মো. সাখাওয়াত  হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন, জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিরুল ইসলাম শিকদার, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, পুলিশ সুপার আবদুল মোমেন পিপিএম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মিয়াজী, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মামুনুর রশিদ, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রেফায়েত উল্লাহ খান তোতা প্রমুখ।

সর্বশেষ খবর