রবিবার, ২৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

স্বাধীনতার ঘোষণাপত্রের অঙ্গীকার আজও বাস্তবায়ন হয়নি

-সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের যে অঙ্গীকার ছিল তা আজও বাস্তবায়ন হয়নি। এ মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ যে ভিত্তির উপরে সংগঠিত হয়েছিল, সে বিষয়গুলো আজ চরমভাবে উপেক্ষিত। গতকাল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, গাজী আতাউর রহমান, মওলানা ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর