মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা
রংপুরে দুদকের গণশুনানি

মুখোমুখি সরকারি কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে সেবাগ্রহীতাকে হয়রানি, রংপুর সিটি করপোরেশনের বিরুদ্ধে অন্যায়ভাবে হোল্ডিং ট্যাক্স, জন্মনিবন্ধনের জন্য অতিরিক্ত টাকা আদায়, রংপুর সদর ভূমি অফিসের বিরুদ্ধে নামজারিতে অতিরিক্ত টাকা আদায়, বিআরটিএ অফিসের বিরুদ্ধে লাইসেন্স প্রদানে হয়রানি, কলকারখানা পরিদর্শকের বিরুদ্ধে হয়রানি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম, সড়ক, শিক্ষা অফিসের অনিয়মসহ বিভিন্ন অভিযোগ উঠে এসেছে দুদকের গণশুনানিতে। গতকাল দুপুরে রংপুর টাউন হলে জেলার ২০টিরও বেশি সরকারি দফতরের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানিসহ দুর্নীতির অভিযোগের শুনানি করেন দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তাদের অভিযোগকারীর মুখোমুখি করা হয়। দেড় শতাধিক অভিযোগের মধ্যে ৩৬টি অভিযোগের শুনানি করা হয়।

এ সময় রংপুরের কলকারখানা পরিদর্শককে ভর্ৎসনা করা হয়। এ ছাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন দুদক কমিশনার। অভিযোগকারীরা হয়রানি দুর্নীতির কথা তুলে ধরলে সরকারি দফতরগুলো অভিযোগ খন্ডন করার চেষ্টা করেন। গণশুনানি অনুষ্ঠানে দুদক কমিশনার প্রত্যেক সরকারি দফতরকে অভিযোগকারীর অভিযোগ নিষ্পত্তিতে নির্ধারিত সময় বেঁধে দেন এবং হয়রানিকারী-দুর্নীতিবাজ কর্মকর্তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে ঘোষণা দেন দুদকের কমিশনার।

দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে রংপুরে গণশুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক এ কে এম সোহেল, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ, দুদক রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল করিম, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন।

সর্বশেষ খবর