মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা

সেনাবাহিনী নিয়ে সবাই গর্ববোধ করবে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, পেশাগত দক্ষতা ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী এমন একটি পর্যায়ে পৌঁছাবে, যা নিয়ে সবাই গর্ববোধ করবে। গতকাল সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারি এর ৯ম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হয়ে সেনাবাহিনী প্রধান এসব কথা বলেন। আইএসপিআর জানায়, চট্টগ্রামের হালিশহরে ‘আর্টিলারি সেন্টার ও স্কুল’ এর শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অভিষেক অনুষ্ঠানে  রেজিমেন্ট অব আর্টিলারি এর জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনা প্রধানকে গৌরবমি ত ‘কর্নেল অব দি রেজিমেন্ট র‌্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর পেশাগত দক্ষতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে দেশ ও জাতি গঠনে যেকোনো দায়িত্ব পালনে রেজিমেন্ট অব আর্টিলারি এর সদস্যদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবার জন্য দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। 

সর্বশেষ খবর