বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

খুলনায় কর্মবিরতিতে ট্যাংকলরি শ্রমিকরা

জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার খালিশপুরে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ট্যাংকলরি শ্রমিকরা। গতকাল সকাল ৮টায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি শুরু হয়। এতে বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগের মোট ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকে। জানা যায়, সোমবার দুপুরে খালিশপুরে কাশিপুর মোড়ে সন্ত্রাসীরা চাঁদার দাবিতে হামলা চালিয়ে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মো. আল আমিনকে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক শ্রমিকরা নতুন রাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন। তবে পুলিশ আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে বিকাল ৪টায় অবরোধ তুলে নেওয়া হয়। শ্রমিক নেতা মো. আল আমিনের ভাই জাহাঙ্গীর বাদী হয়ে থানায় মামলা করেন। তবে ঘটনার একদিন পরও আসামিরা গ্রেফতার না হওয়ায় গতকাল সকাল থেকে কর্মবিরতি শুরু করেন ট্যাংকলরি শ্রমিকরা। এতে খালিশপুরের পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ হয়ে যায়। পরে ট্যাংকলরি ইউনিয়ন অফিসের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ ট্যাংকলরি অনার্স অ্যাসোসিয়েশন, বিভাগীয় জ্বালানি তেল ডিষ্ট্রিবিউটর, বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী জানান, পুলিশ হামলায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়ায় শ্রমিকরা প্রথম দিনে সড়ক অবরোধ তুলে নেয়। কিন্তু ঘটনার এক দিন পার হলেও চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করা হয়নি। ফলে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে। অপরাধীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর