বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

শাহজালালে ১৩৪০ গ্রাম সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে ১ কেজি ৩৪০ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। পরে লিটন হাওলাদার নামে ওই যাত্রীকে আটক করা হয়। গতকাল সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি। ঢাকা কাস্টম হাউসের সহকারী রেভিনিউ অফিসার তরিকুল ইসলাম জানান, সব মিলিয়ে ১ কেজি ৩৪০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকা। তার বাড়ি মুন্সীগঞ্জে। ঢাকা কাস্টম হাউস সূত্র জানান, গতকাল সকাল ৯টায় দুবাই থেকে ঢাকাগামী ইকে ৫৮২ ফ্লাইটে বিমানবন্দরে আসেন লিটন। ইমিগ্রেশন শেষে সাড়ে ৯টায় গ্রিন চ্যানেলে স্ক্যানিংয়ের সময় তল্লাশি করে তার পকেট থেকে দুটি সোনার বার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।

এরপর লিটনকে উত্তরার জাহান আরা নামে একটি ক্লিনিকে নিয়ে এক্স-রে করে পায়ুপথে কালো স্কচটেপে মোড়ানো চারটি ধাতব পাওয়া যায়। ওইসব ধাতব পি- খুলে ১ কেজি ১০ গ্রাম কেমিক্যাল মেশানো সোনা পাওয়া যায়। তার পকেটে পাওয়া দুটি সোনার বারের ওজন ২৩২ গ্রাম। আর জব্দ স্বর্ণালঙ্কারের ওজন ৯৮ গ্রাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর