বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

লেনদেন সূচক ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। বীমা ও আর্থিক খাতের বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধির কারণে সূচক বেড়েছে। অন্যান্য খাতের শেয়ার দর বেশির ভাগ কমেছে। গতকাল বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বীমা খাতের কোম্পানিগুলোকে শেয়ারবাজারে বিনিয়োগের নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে। তবে শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন বীমা কোম্পানিগুলোকেই এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। এ কারণে বাজারে বীমা খাতের কোম্পানিগুলোর বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ১৫০টির। আর ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে বীমা খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫টির শেয়ার দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ১৫টির। আর্থিক খাতের ১৫টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার বিপরীতে দাম কমেছে তিনটির।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় সাত পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৬৫ পয়েন্টে ওঠে এসেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯৮১ কোটি ৬১ টাকা। আগের দিন লেনদেন হয় ৯২৪ কোটি ৫৭ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৫৭ কোটি ৪ লাখ টাকা। ডিএসইতে টাকার পরিমাণে বেশি লেনদেন হয়েছে সোনালী পেপারের শেয়ার। কোম্পানিটির ৭১ কোটি ৫৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জিনেক্স ইনফোসিসের ৬২ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৯টির দাম বেড়েছে। দাম কমেছে ১২৪টির এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর