বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

রমজান মাসে অফিস ও ব্যাংকের নতুন সময়

নিজস্ব প্রতিবেদক

রোজার মাসে অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। ব্যাংকিং লেনদেন চলবে আড়াইটা পর্যন্ত। শেয়ারবাজার লেনদেন হবে সকাল ১০টা  থেকে দুপুর ২টা পর্যন্ত। সরকারি নির্দেশনা অনুযায়ী চলবে স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল কার্যক্রম। অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত স্টক এক্সচেঞ্জের কার্যক্রম চলবে। নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র রমজান মাসে সব ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে  দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের  লেনদেন অব্যাহত রাখতে পারবে। এবার রমজানে অফিস সময় সংক্ষিপ্ত হয়েছে। সাধারণ সময় অফিস শুরু হয় সকাল ৯ টায়, চলে বিকাল ৫টা পর্যন্ত। নতুন সময়সীমা অনুযায়ী হিজরি ১৪৪৩ সালের রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রোজায় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা হবে অফিসের সময়সূচি। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে  দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর