বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

নারী ও শিশু নির্যাতনে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

‘শিশুরা নির্যাতনের কথা গোপন রাখে, তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। সেই সঙ্গে অনেক নির্যাতনের কোনো সাক্ষী থাকে না। ফলে সচেতনতা বৃদ্ধিতে নির্যাতন প্রতিরোধ কর্মসূচিতে নারী ও কন্যা শিশুদের যুক্ত করতে হবে। এ ছাড়া আইনের প্রয়োগ না হলে তা কাগুজে বাঘই রয়ে যায়।’ গতকাল খুলনা বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ঘরের বাইরে নারী ও শিশুরা কতটুকু নিরাপদ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ।

 দ্য ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড.  সৈয়দা লুৎফুন নাহার, মিনা অছিকুর রহমান দোলন। প্রবন্ধ উপস্থাপন করেন মাহবুবুর রহমান মুন্না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর