বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

৪০তম বিসিএস থেকে ১ হাজার ৯৬৩ জনকে নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

৪০তম বিসিএস পরীক্ষা-২০১৮ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে গতকাল। ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯৬৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি/পেশাগত ক্যাডারের ২৫৬টি পদে সুপারিশ করা হয়নি। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ পায়নি এমন ৮ হাজার ১৬৬ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য কৃতকার্য করেছে কমিশন। গতকাল পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৯৬৪ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। এদের মধ্যে ১০ হাজার ২৫৪ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। ১ হাজার ৯০৩টি শূন্য পদ পূরণের জন্য গত ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে পিএসসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর