শিরোনাম
বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সারা দেশের বেসরকারি কলেজগুলোয় বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ৫ হাজার ৫০০ অনার্স-মাস্টার্স শিক্ষককে জনবলে অন্তর্ভুক্তি না থাকার অজুহাতে দীর্ঘ ২১ বছর ধরে এমপিওর বাইরে রাখা হয়েছে। মোস্তফা কামাল বলেন, একই প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে সদ্য জাতীয়করণকৃত কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকরা ক্যাডার/নন-ক্যাডারভুক্ত হয়েছেন।

ডিগ্রি তৃতীয় শিক্ষকরা জনবলে না থাকার পরও এমপিওভুক্ত হয়েছেন। অথচ অনার্স-মাস্টার্স শিক্ষকরা এনটিআরসিএ সনদধারী হয়েও জনবল ও এমপিও নীতিমালায় অন্তর্ভুক্ত না থাকায় এমপিওভুক্ত হতে পারছেন না। এতে শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি হারুন অর রশিদসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর