শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সরকারি কলেজ শিক্ষক সমিতির সাত দাবি

নিজস্ব প্রতিবেদক

বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণসহ সাত দফা দাবি জানিয়েছে সরকারিকৃত কলেজ শিক্ষক সমিতি। গতকাল রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে আয়োজিত এক প্রতিনিধি সভায় এ দাবি জানান সমিতির সভাপতি অধ্যক্ষ মো. নুরুন্নবী আকন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ রফিকুল ইসলাম খান। তিন শতাধিক শিক্ষক সভায় অংশ নেন। দাবির মধ্যে রয়েছে, গত ২০১৮ সালের ৮ আগস্টের পর অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীর ভূতাপেক্ষ নিয়োগ, অবসর সুবিধা প্রাপ্তির প্রজ্ঞাপন জারি; শিক্ষকদের মূল বিষয় হিসেবে নিয়োগদান ইত্যাদি।

 দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীর আত্তীকরণ করা; নিয়োগের তারিখ থেকে শিক্ষক-কর্মচারীদের অভিজ্ঞতার তারিখ গণনা করা।

বক্তারা বলেন, আগামী ৩০ জুনের মধ্যে সরকারিকরণের কার্যক্রম সমাপ্ত করতে শিক্ষা মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা এর বাস্তবায়ন চাই।

সভায় আরও বক্তব্য দেন আয়োজক সমিতির সহসভাপতি অধ্যক্ষ গোলাম রসুল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর