শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোগান্তির শেষ নেই

মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোগান্তির শেষ নেই

পাটুরিয়ায় পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি। ছবিটি গতকাল দুপুরে তোলা -বাংলাদেশ প্রতিদিন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ভোগান্তি যেন পিছু ছাড়ছে না যাত্রী-শ্রমিকদের। যানবাহন পারাপারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে এই নৌরুটে চলাচলকারীদের। বৃহস্পতিবার সকাল থেকেই অতিরিক্ত গাড়ির চাপে ঘাট এলাকায় আটকে পড়ে শত শত যানবাহন। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ি, পচনশীল দ্রব্য বহনকারী গাড়ি, অ্যাম্বুলেন্স পারাপার করা হলেও পারের অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক। প্রতি সাপ্তাহিক ছুটিতে অতিরিক্ত যানবাহনের চাপ পড়ে এই নৌরুটে। ফলে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার চরম ভোগান্তিতে পড়ে এই নৌরুটে চলাচলকারীরা। একই চিত্র দৌলতদিয়া প্রান্তেও। সেখানেও প্রায় চার কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে ফেরি পারের অপেক্ষায়। অনেক সময় কৃত্রিম সংকট তৈরি করা হয় বলেও চালকরা অভিযোগ করেন। অপরদিকে একই চিত্র আরিচা-কাজিরহাট নৌরুটে। এখানে ফেরি স্বল্পতার কারণে দীর্ঘদিন ধরে যানজট লেগেই থাকে। ঘাট সংশ্লিষ্টরা বলেন, স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যানবাহন আর নাব্যতা সংকটের কারণেই সমস্যা কাটছে না এ দুই নৌরুটে। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, অতিরিক্ত যানবাহনের কারণেই মূলত এই সমস্যা। প্রতিটি ছুটিতেই এ নৌরুটে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত গাড়ি চলে আসে।  বর্তমানে যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি কম থাকলেও পারের অপেক্ষায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক ঘাটে রয়েছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর