শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে মরিয়ম (২৮) নামক এক গৃহবধূ অভিমান করে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি গিয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল উপজেলার বাইশগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম ওই গ্রামের শামছুল হকের বড় মেয়ে এবং উত্তরহাওলা ইউনিয়নের ঠেঙ্গারবাম গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আবদুল মান্নানের স্ত্রী।

মরিয়মের স্বজনরা জানান, ১০ বছর আগে মরিয়মের বিয়ে হয়। তাদের সংসারে আবদুল্লাহ আল ফাহাদ (৭) নামে এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী আবদুল মান্নান নানা অজুহাতে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। এ বিষয়ে সামাজিকভাবে একাধিকভাবে সালিশ বৈঠক হলেও সংসারে শান্তি ফেরেনি। শুক্রবার সকালে মরিয়ম স্বামীর সঙ্গে অভিমান করে বাবার বাড়ি গিয়ে পরিবারের সবার অগোচরে বাথরুমে প্রবেশ করে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন। হঠাৎ পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পানি দিয়ে আগুন নেভালেও ততক্ষণে মরিয়ম মৃত্যুবরণ করেন। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। মনোহরগঞ্জ থানার ওসি (তদন্ত) জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে গৃহবধূ মরিয়মের স্বামী আবদুল মান্নানের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর