শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ড রোগীশূন্য

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা শূন্যে নেমেছে। তবে পিসিআর ল্যাবে সর্বশেষ নমুনা পরীক্ষায় ২.৩২ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন করোনা পজিটিভ একজন রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ওই রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এই সময়ে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি। গতকাল শেবাচিমের করোনা ওয়ার্ড ছিল রোগীশূন্য।

এদিকে মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বৃহস্পতিবার রাতে ৪৩ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২.৩২ ভাগ। এ নিয়ে ২০২০ সালের ১৭ মার্চের পর থেকে শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৬৭২ জন রোগী ভর্তি হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর