শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দেশে এখন এক দিনের গণতন্ত্রও নেই : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশে এখন আর এক দিনের গণতন্ত্রও নেই। তিনি বলেন, আগে দেশের মানুষ এক দিন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের স্বাদ উপভোগ করতেন। ১৯৯১ সালের পর আওয়ামী লীগ ও বিএনপি টাকা এবং পেশিশক্তি ব্যবহার করে গণতন্ত্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। দল দুটি ইচ্ছামতো সংবিধান কাটাকাটি করে গণতন্ত্র শেষ করে দিয়েছে। তারা সাংবিধানিকভাবেই সংসদীয় গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। গতকাল রাজধানীর মিরপুরের গোলাপটেক মাঠে দারুস সালাম থানা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তবে এ কথা বলেন তিনি। সম্মেলনের শেষাংশে মো. আলমাস উদ্দিনকে সভাপতি ও মাসুম পারভেজকে দারুস সালাম থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ঘোষণা করেন।  আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আরও বক্তব্য রাখেন মো. মসিউর রহমান রাঙ্গা, মীর আবদুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু ও আলমগীর সিকদার লোটন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর