শিরোনাম
শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মসজিদসংলগ্ন কক্ষে ইমামের ঝুলন্ত লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে মসজিদসংলগ্ন একটি কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মসজিদের পাশের ইমামের কক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. ফেরদৌস ইসলাম (৩০) বরিশালের মুলাদি উপজেলার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। ফেরদৌসের স্ত্রী ও পরিবার গ্রামের বাড়িতে থাকেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস ইসলাম দেড় মাস ধরে নয়াপাড়া জামে মসজিদে ইমামতি করছিলেন। সেই সুবাদে তিনি মসজিদসংলগ্ন একটি কক্ষে থাকতেন। বৃহস্পতিবার রাতে মসজিদে এশার জামাতে নামাজ পড়ান ফেরদৌস। এরপর তিনি মসজিদের পাশে তার কক্ষে যান। রাত ১০টার দিকে স্থানীয়রা ওই কক্ষের জানালা দিয়ে ফেরদৌসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ফেরদৌসের লাশ উদ্ধার করে। ধল্লা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম বলেন, লাশ উদ্ধারের সময় ইমামের সঙ্গে থাকা মোবাইল ফোনের সঙ্গে একটি হেডফোন সংযুক্ত ছিল। লাশ উদ্ধারের পর ইমামের পরনের পাঞ্জাবির পকেট থেকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা সংবলিত চিরকুট উদ্ধার করে পুলিশ। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, নিহত ফেরদৌস ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পাঞ্জাবির পকেটে পাওয়া চিরকুটের লেখাটি ফেরদৌসের নিজের হাতের লেখা কি না, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর