রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
ব্য ব সা - বা ণি জ্য

লাফার্জ-হোলসিমের খোলাবাজারে চুনাপাথর বিক্রির প্রতিবাদ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে লাফার্জ-হোলসিম লিমিটেড কর্তৃপক্ষ শিল্প কোঠায় ভারত থেকে আমদানিকৃত চুনাপাথর ক্রাশিং করে খোলাবাজারে বিক্রি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। গতকাল দুপুরে ছাতক ট্রাফিক পয়েন্টে ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, ভারত থেকে নিজস্ব কনভেয়ার বেল্টে করে শিল্প কোঠায় আমদানি করে বহুজাতিক কোম্পানি লাফার্জ-হোলসিম লিমিটেড। এই চুনাপাথর দিয়ে নিজস্ব প্লান্টে সিমেন্ট উৎপাদনের কথা থাকলেও কর্তৃপক্ষ এ সংক্রান্ত উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ক্রাশিং করা চুনাপাথর খোলাবাজারে বিক্রি করছে। তাদের এই বেআইনি কর্মকান্ডে সিলেট বিভাগের প্রায় এক হাজার পাথর ব্যবসায়ী ও আমদানিকারক পথে বসার উপক্রম হয়েছেন। বন্ধ হয়ে যাচ্ছে পাথর উত্তোলন, বিপণন ও পরিবহনের সঙ্গে জড়িত প্রায় ৭০ হাজার শ্রমিকের রুটিরুজি। লাফার্জ-হোলসিমের কারণে এই বিপুলসংখ্যক মানুষ চরম সংকটে পড়েছেন। লাফার্জ-হোলসিম অবিলম্বে খোলাবাজারে চুনাপাথর বিক্রি বন্ধ না করলে হরতাল, অবরোধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ী ও শ্রমিক নেতারা। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাতক ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আহমদ শাখাওয়াত চৌধুরী সেলিম, সাবেক পৌর মেয়র আবদুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ব্যবসায়ী ফজলু চৌধুরী, আবুল হাসান, অরুণ দাস, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, ইউপি চেয়ারম্যান আবদুল অদুদ, সুফি আলম, সাইফুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর