রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

রমজানের পবিত্রতা রাষ্ট্রীয়ভাবে রক্ষা করতে হবে

বক্তারা

নিজস্ব প্রতিবেদক

মাহে রমজান মুসলমানদের একটি পবিত্র মাস। রমজানের পবিত্রতা রাষ্ট্রীয়ভাবে রক্ষা করতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সংহতি মঞ্চ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান। বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা ও মঞ্চের প্রধান সমন্বয়কারী একেএম আশরাফুল হক, মঞ্চের সদস্যসচিব প্রফেসর সিদ্দিকুর রহমান, মুফতি মুজিবুর রহমান, চাষী মামুন, মাওলানা মুমিনুল ইসলাম, তালুকদার মকবুল হোসেন ও আরিফুল ইসলাম প্রমুখ।

রমজানের পবিত্রতা রক্ষায় বেহায়াপনা, অশ্লীলতা বন্ধ ও দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার দাবি জানিয়ে একেএম আশরাফুল হক বলেন, গোটা মুসলিম বিশ্বে মাহে রমজান উপলক্ষে বিশেষ ছাড় দিয়ে দ্রব্যমূল্য কমানো হয়। অথচ দুঃখজনকভাবে বাংলাদেশে পবিত্র রমজান মাসে অস্বাভাবিক হারে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয় এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে একটি অসাধু ব্যবসায়িক ও রাজনৈতিক সিন্ডেকেট কাজ করে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে জড়িত সিন্ডিকেটের মূল উৎপাটন করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর