রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বেতন বৈষম্য দূরসহ সাত দফা বাস্তবায়ন দাবি সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

বেতন বৈষম্য দূরসহ সাত দফা দাবি জানিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন জাতীয় কমিটি’। গতকাল রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা। দাবিগুলো হচ্ছে- বেতন-ভাতা দ্বিগুণসহ সর্বনিম্ন মূল বেতন ২৫ হাজার টাকা, গ্যাস-বিদ্যুৎ-পানির বিল ভাতা হিসেবে প্রদান, বিনা সুদে গৃহনির্মাণ ঋণ, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। সংগঠনের প্রধান সমন্বয়ক মো. আকতার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন আহ্বায়ক মো. হেদায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আবদুল হাই মোল্যা, সদস্যসচিব মো. আবু সায়েম, প্রধান উপদেষ্টা মো. লুৎফর রহমান খান, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী, আবু সাঈদ ভূঁইয়া প্রমুখ।

সরকারি কর্মচারী অঙ্গনের বৃহৎ চারটি সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি (সাবেক চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি), বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন জাতীয় কমিটি’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর