সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

খাদ্যের অভাবে মানুষ হা হুতাশ করছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

খাদ্যের অভাবে মানুষ হা হুতাশ করছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, খাদ্যের অভাবে মানুষ হা-হুতাশ করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা। মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ টিসিবির গাড়ির পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। মানুষ খেয়ে না খেয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কৃষক দলের সভাপতি হাসান জাফি তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

রিজভী আহমেদ বলেন, চাষের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ তথা- সার, বীজ, কীটনাশক, সেচের ব্যবস্থা করতে না পেরে সচ্ছল কৃষকও প্রান্তিক পর্যায়ে উপনীত হয়েছে। বাজার সিন্ডিকেট, মাফিয়াবৃত্তি, মধ্যস্বত্বভোগীদের দাপটে বাংলাদেশের কৃষি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। কারণ এরা প্রত্যেকেই ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর