সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রমজানের প্রথম দিনের লেনদেনে বেড়েছে সূচক

নিজস্ব প্রতিবেদক

রমজানের প্রথম দিন লেনদেনে উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে  সব সূচক বেড়েছে। তবে অধিকাংশ সিকিউরিটিজের দর এবং টাকার পরিমাণে  লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭২ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৩৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস  থেকে ২৮০ কোটি ৩২ লাখ টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১১৬ কোটি ৯৪ লাখ টাকার। ডিএসইতে ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৯৫টির এবং ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮১৯  পয়েন্টে।

 সিএসইতে হাতবদল হওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর  বেড়েছে ১১৬টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। সিএসইতে ১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর