সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
শ্রমিকদের মারপিট

খুলনায় ইউপি চেয়ারম্যানসহ আটজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ডুমুরিয়ায় শ্রমিকদের মারপিট ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ন কবির বুলুসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গতকাল এ ঘটনায় এজাহারভুক্ত আসামি মো. মোজাম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমি (জেএল নং-৭৫, মৌজা নং-৮৩) দীর্ঘদিন ধরে গাজী হুমায়ন কবির বুলু অবৈধ ভোগদখল করছেন। শনিবার সকাল ১০টার দিকে জমিতে পাউবো সীমানা পিলার দিতে গেলে সহযোগীদের নিয়ে ইউপি চেয়ারম্যান শ্রমিকদের মারপিট ও সরকারি কাজে বাধা দেয়। এ ঘটনায় পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. হাসনাতুজ্জামান থানায় মামলা করেন। তবে ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ন বলেন, ওই জমি তিনি বৈধভাবে নামপত্তনসহ সরকারি খাজনা দিয়ে ভোগদখলে আছেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, শ্রমিকদের মারপিট ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় মোজাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর