সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নেশার টাকা না পেয়ে ঝলসে দেওয়া সেই গৃহবধূর মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না পেয়ে দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেওয়া সেই গৃহবধূ মারা গেছেন। গতকাল ভোর ৪টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শওকত জামিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধ রোজিনা আক্তার (৩৭) রবিবার ভোর ৪টায় মারা গেছেন বলে হাসপাতাল থেকে পুলিশকে নিশ্চিত করা হয়েছে। এ হাসপাতালেই তিনি ২৭ মার্চ থেকে চিকিৎসাধীন ছিলেন। নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভার গাজীপুর গ্রামের জহিরুল ইসলাম (৩৯) নামে এক মাদকসেবী তার স্ত্রী রোজিনা আক্তারকে দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেয়। তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো ২৭ এপ্রিল গার্মেন্ট ছুটির পর সিদ্ধিরগঞ্জের ভাড়া বাসায় গেলে রোজিনা আক্তারের স্বামী জহিরুল ইসলাম নেশা দ্রব্য কেনার জন্য টাকা চায়। টাকা না দেওয়ায় বাগবিতন্ডার এক পর্যায়ে সে তার স্ত্রীর শরীরে দাহ্য পদার্থ দিয়ে আগুন জ্বালিয়ে দেয়।

জহিরুলকে মাদকসক্ত উল্লেখ করেছেন তার শ্বশুর আবদুস সামাদ। মঙ্গলবার গভীর রাতে আড়াইহাজারের গোপালদী এলাকা থেকে র‌্যাব-১১ সদস্যরা জহিরুলকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় রোজিনার বাবা আবদুস সামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর