সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
চিকিৎসক বুলবুল খুন

দুই ছিনতাইকারীর দায় স্বীকার

আদালত প্রতিবেদক

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যা মামলায় দুই ছিনতাইকারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত। দুই আসামি হলেন সোলাইমান ও আরিয়ান ওরফে হাফিজুল। এর আগে আসামিরা রিমান্ডে থাকাকালে ঘটনার কথা জানিয়ে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ দেলোয়ার হোসেন আসামিদের জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম আসামি সোলাইমান এবং ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান আসামি আরিয়ান ওরফে হাফিজুলের জবানবন্দি রেকর্ড করেন। জানা যায়, শেওড়াপাড়ার একটি বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন চিকিৎসক বুলবুল। ডা. বুলবুল চিকিৎসার পাশাপাশি ঠিকাদারি ব্যবসাও করতেন। ২৭ মার্চ নোয়াখালী যাওয়ার জন্য ভোর ৫টার দিকে বের হন। রিকশাযোগে কাজীপাড়া বেগম রোকেয়া সরণিতে নাভানা শোরুমের সামনে পৌঁছলে কয়েকজন তার রিকশার গতিরোধ করে আটকে দেয়। এরপর বুলবুলের কাছে থাকা স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে বুলবুল বাধা দেন। একপর্যায়ে চাকু বের করে বুলবুলের ডান ঊরুতে আঘাত করে এক ছিনতাইকারী। এতে রক্ত বের হতে থাকে। তখন তারা ফোনটি নিয়েই পালিয়ে যায়। পরে রাস্তায় ছুরিকাঘাত অবস্থায় পড়ে থাকতে দেখে একজন রিকশাচালক ও পথচারী মিলে উদ্ধার করে তাকে স্থানীয় আল হেলাল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ডা. বুলবুলের স্ত্রী শাম্মী আক্তার মামলা দায়ের করেন।

পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে ঘটনার সঙ্গে ছিনতাইকারীদের সম্পৃক্ততা পায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর