মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

খুলনায় হত্যা মামলায় শিল্পপতিপুত্রসহ পাঁচজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় হত্যা মামলায় শিল্পপতিপুত্রসহ পাঁচজনের যাবজ্জীবন

খুলনায় মডার্ন সি ফুডের কর্মকর্তা উজ্জ্বল কুমার সাহা হত্যা মামলায় মালিকের ছেলে মেহেদী হাসান ওরফে স্টারলিংসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। গতকাল মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মেহেদী হাসান স্টারলিং, আরিফুল হক সজল, নাহিদ রেজা রানা ওরফে রানা, ডালিম শিকদার ওরফে আমির শিকদার ডালিম ও সজল মোল্লা। জানা যায়, ২০১২ সালের ৭ জুন মেয়েকে নিয়ে সামছুর রহমান রোডে জোহরা খাতুন স্কুলে আসেন উজ্জ্বল কুমার সাহা। খবর পেয়ে আরিফুল হকসহ আসামিরা সেখানে উপস্থিত হয়ে ক্রিকেট খেলার স্ট্যাম্প ও ইট দিয়ে তাকে আঘাতে করেন। আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের ছোট ভাই সুমন কুমার সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খুলনা থানায় হত্যা মামলা করেন। কিন্তু চার্জশিট থেকে মামলার মূল পরিকল্পনাকারী মেহেদী হাসানের নাম বাদ দেওয়ায় বাদী আদালতে নারাজি পিটিশন করেন। পরে মামলাটি সিআইডি ও পিবিআই তদন্ত করে ৯ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর