মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে বসুন্ধরা সিমেন্ট ও সিলিন্ডার ছিনতাই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বসুন্ধরা সিমেন্টের এজেন্ট মেসার্স ইসমাইল এন্টারপ্রাইজে হামলা চালিয়ে ৪০০ বস্তা বসুন্ধরা সিমেন্ট, ৯০টি বিভিন্ন কোম্পানির গ্যাসভর্তি সিলিন্ডার ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছেন শিবতলা মোড়ের রড-সিমেন্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম। গতকাল বেলা ১২টার দিকে শহরের বাতেন খাঁর মোড়ে বসুন্ধরা সিমেন্টের এজেন্ট মেসার্স ইসমাইল এন্টারপ্রাইজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রতিষ্ঠানটির মালিক এস এম ইসমাইল। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, গত ৩০ মার্চ দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা মহল্লার আলহাজ এন্তাজ আলীর ছেলে রড-সিমেন্ট ব্যবসায়ী তরিকুল ইসলামের নেতৃত্বে ২৪-২৫ জন লোক সন্ত্রাসী কায়দায় বাতেন খাঁর মোড়ে বসুন্ধরা সিমেন্টের এজেন্ট মেসার্স ইসমাইল এন্টারপ্রাইজে হামলা চালায়। সন্ত্রাসীরা ৪০০ বস্তা বসুন্ধরা সিমেন্ট, ৯০টি বিভিন্ন কোম্পানির  গ্যাসভর্তি সিলিন্ডার ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় দোকান মালিক এস এম ইসমাইল দোকানে ছিলেন না। দোকানের দায়িত্বে ছিলেন তার ম্যানেজার সিরাজ হোসেন কমরেড।

ঘটনার সময় সদর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে এসআই নাসির ঘটনাস্থলে উপস্থিত হলেও তার সামনেই সন্ত্রাসীরা মালামালগুলো নিয়ে যায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ম্যানেজার সিরাজ হোসেন কমরেড। এ বিষয়ে সদর মডেল থানার এসআই নাসিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মালামালগুলো নিয়ে যাওয়া হয়। বসুন্ধরা সিমেন্টের এজেন্ট মেসার্স ইসমাইল এন্টারপ্রাইজের মালিক এস এম ইসমাইল জানান, আগে তিনি রড-সিমেন্ট ব্যবসায়ী তরিকুল ইসলামের দোকান থেকে সিমেন্ট নিয়ে বিক্রি করতেন। কিন্তু প্রায় এক বছর আগে তিনি নিজেই বসুন্ধরা সিমেন্টের ডিলারশিপ নিয়ে ব্যবসা চালিয়ে আসছেন। আর তরিকুলের কাছ থেকে অন্য কোম্পানির সিমেন্ট না নেওয়ার কারণেই ক্ষুব্ধ হয়ে তিনি তার সিমেন্ট ও গ্যাস সিলিন্ডার নিয়ে গেছেন। এদিকে তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এস এম ইসমাইলের কাছে তিনি ৭ লাখ টাকা পাবেন। তাই সেদিন তার ম্যানেজার তাকে ২০০ বস্তা সিমেন্ট ও ২৮টি সিলিন্ডার যার মধ্যে ২৩টি খালি ও পাঁচটি গ্যাসভর্তি সিলিন্ডার দিয়েছেন। কিন্তু এখন তারা মিথ্যা কথা বলেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর