মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

মুজিববর্ষে রেকর্ড সংখ্যক শিক্ষক কর্মচারীকে কল্যাণ সুবিধা

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক মহামারি করোনার বিরূপ পরিস্থিতির মধ্যেও মুজিববর্ষে রেকর্ডসংখ্যক এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে কল্যাণ সুবিধার টাকা দেওয়া হয়েছে। যার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট। মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে দফতরটি ১৫ হাজার এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধার আবেদন নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে ২০২০ সালের মার্চ থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ২১ হাজার ৬৩৩ জন শিক্ষক-কর্মচারীকে কল্যাণ সুবিধা বাবদ ৯৫৭ কোটি টাকা দিয়েছে কল্যাণ ট্রাস্ট। লক্ষ্যমাত্রার চেয়েও ৬ হাজার বেশি এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে কল্যাণ সুবিধা দিয়েছে প্রতিষ্ঠানটি। কল্যাণ ট্রাস্টের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব শিক্ষক নেতা অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি-কল্যাণ সুবিধার দ্রুত নিষ্পত্তি’ স্লোগান ধারণ করে ট্রাস্টের সব কর্মকর্তা-কর্মচারী করোনা মহামারির শুরু থেকে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করেছেন। এ ছাড়া ঐতিহাসিক মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণীয় করে রাখতে করোনার এ দুর্যোগের মধ্যেও কল্যাণ ট্রাস্টের সেবা প্রদান অব্যাহত ছিল। এজন্যই বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীকে কল্যাণ সুবিধা দেওয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার পর ১৮ বছরে কল্যাণ সুবিধা দিয়েছে ১৭৯ কোটি টাকা। আর বর্তমান সরকারের শাসনামলে গত ১২ বছরে ১ লাখ ৩৪ হাজার ২৭৯ জন শিক্ষক-কর্মচারীকে ৩ হাজার ৩৩০ কোটি টাকা দেওয়া হয়েছে।

এতে এটিই প্রমাণ করে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য এ সরকার অনেক আন্তরিক।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর